হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, নিম্নলিখিত হাদিসটি "মাসাদিকাতুল-ইখওয়ান" বই থেকে উদ্ধৃত করা হয়েছে।
হাদিসটি নিম্নরূপ:
ইমাম বাকির (আ.) বলেছেন:
تَبَسُّمُ الرَّجُلِ فِى وَجْهِ اَخيهِ حَسَنَةٌ وَ صَرْفُهُ القَذا عَنهُ حَسَنَةٌ وَ ما عُبِدَاللّه ُ بِشَى ءٍ اَحَبُّ اِلَيْهِ مِنْ اِدْخالِ السُّرُورِ عَلى المُؤمِنِ
একজন ব্যক্তিকে তার ভাইয়ের সামনে খুশি করাও একটি নেক কাজ এবং তার দ্বীনদার ভাইয়ের কষ্ট ও অসুবিধা দূর করাও একটি নেক কাজ।
আর একইভাবে একজন মুমিন ভাইকে খুশি করা এমন একটি ইবাদত যার চেয়ে উত্তম কোনো ইবাদতের নেই।
( মাসাদিকাতুল-ইখওয়ান, পৃ. ৫২)